উখিয়ায় বিভিন্ন অপরাধে জড়িত ৬ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১

 

এম. এ. রহমান সীমান্তঃ উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাড়াশি অভিযানে ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক করেছে।আটককৃতরা হলো,উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের আবদুল মান্নান,এনায়েত উল্লাহ,ইরানী পাহাড় ক্যাম্পের আবু তাহের,লম্বাশিয়া ক্যাম্পের নাজিম উদ্দিন, নুর বশর ও কুতুপালং ক্যাম্পের ডাক্তার ওসমান।

বৃহস্পতিবার গভীর রাতে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে সাড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক(এসপি) নাইমুল হক সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।ধৃতরা সংঘবদ্ধ রোহিঙ্গা। তারা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী,চাঁদাবাজি,অপহরণ, হত্যা, ডাকাতি সহ নানা অপরাধের সাথে জড়িত।ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্তে উখিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি)
আহমেদ সনজুর মোরশেদ বলেন,ধৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ান রয়েছে।

সীমান্তবাংলা / ৮ অক্টোবর ২০২১