উখিয়ায় বনজ সম্পদ পাচার বিরোধী অভিযান জোরদার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১

 

এন আলম আজাদ,কক্সবাজার 

উখিয়া বনবিভাগের বনজ সম্পদ পাচার বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।আজ সকাল ১০ টার দিকে গোপন সংবাদ পেয়ে থাইংখালী এলাকা থেকে অবৈধভাবে কর্তিত গর্জন গাছ উদ্বার করা হয়েছে।বন বিভাগ জানায়,কাঠ চোরাকারবারীদের একটি চক্র বনজ সম্পদ ধ্বংসে সক্রিয়।আমরা তাদের দমনে সিদ্ধহস্ত।আজ এমনি একটি গোপন খবর পেয়ে অভিযান চালাই। অভিযানে থাইংখালী বিটকর্মকর্তা রাকিব হোসেন ও সঙ্গীয় বনকর্মীরা ছিলেন।বিটকর্মকর্তা জানান,বিভাগীয় বনকর্মকর্তা(ডিএফও)স্যারের নির্দেশে পুরো উখিয়া জুড়ে মাটিবালু ও কাঠপাচার দমনে তাদের এ অভিযান চলমান থাকবে।অভিযানে উদ্বারকৃত বনজদ্রব্য জব্দের পর একটি বন মামলাও রুজু করা হয়েছে।তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতকে খোঁজার চেষ্টা চলছে।অবৈধ কর্তিত গর্জন গাছ গুলো রেঞ্জ ডিপুতে সংরক্ষণ করা হয়েছে।উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম জানান,তার রেঞ্জাধীন সকল বিটে পাচার বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।সাধারণ জনগণ বনজ সম্পদ অবৈধ কর্তন ও পাচারের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাবেন বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৩ ফেব্রুয়ারী ২০২১)