উখিয়ায় বঙ্গবন্ধু অলিম্পিকবার ফুটবলের কোয়ার্টার ফাইনালের ৩য় খেলা অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং যুব ক্রীড়া সংঘের আয়োজনে “বঙ্গবন্ধু অলিম্পিকবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’র কোয়ার্টার ফাইনালের ৩য় খেলা ১৯ মার্চ বিকেল সাড়ে ৪ টায় আলিফ হাসপাতালের পশ্চিমের মিনি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সমাজসেবক বোরহান উদ্দিন।এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহাবু।

বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান,কুতুপালংয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম মাষ্টার,উখিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ.ম.গফুর,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হেমলাল বড়ুয়া,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনী,কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আলী,সমাজ সেবক মাহাবু,নুর মোহাম্মদ, কাসেম প্রমুখ।

এসময় আয়োজক কমিটির পক্ষে আনিসুল মোস্তফা আনিস,নুর মোহাম্মদ মিজান,জাহাঙ্গীর আলম,একরাম চৌধুরী,সেলিম উদ্দিন সেলিম,ইসমাঈল-১ মোঃ মামুন,
ইসমাঈল-২,জানে আলম,সালাহ উদ্দিন,রফিক,নাসির,
সুমন,বাবুল সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

টান টান উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের ৩য় খেলায় অংশ গ্রহণ করেন কুতুপালং বাজার টপটেন ক্লাব বনাম কুতুপালং ওয়েস্টার ক্লাব।নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় খেলা শেষ করে।ট্রাইবেকারে কুতুপালংয়ের ওয়েস্টার ক্লাব ৩-১ গোলে কুতুপালং বাজার টপটেন ক্লাব কে হারিয়ে সেমি ফাইনালে খেলার সক্ষমতা অর্জন করে।

খেলায় রেফারী ছিলেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য মাষ্টার সিরাজুল হক।