উখিয়ায় নারী দিবসে দুঃস্থ নারীদের পাশে ওয়ার্ল্ড কনসার্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৮, ২০২২

এইচ.কে রফিক উদ্দিনঃ

উখিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কর্মদক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রশিক্ষণ সনদ বিতরণ করেন সেবা সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন।

মঙ্গলবার(৮মার্চ) সমন্বিত উন্নয়ন প্রকল্প রাজাপালং অফিস চত্বরে
আয়োজিত অনুষ্ঠানে রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৯ জন উপকার ভোগীদের ৩ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক মিঃ রতন কে গাইন।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আমির হামজা ও মহিলা মেম্বার জনাবা রোকসানা বেগম।

অতিথিরা বলেন,নারী দিবস উপলক্ষে ওয়ার্ল্ড কনসার্ন’র
এরকম আয়োজন সত্যিই আমাদের মুগ্ধ করেছে।আমরা চাই যাদেরকে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে তারা যেনো কর্ম করে নিজেরাই স্বাবলম্বী হতে পারেন। অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের উপার্জনের অর্থে জীবন যাপন করাটা অনেক গর্বের বিষয়।’

সমাপনী বক্তব্যে ওয়ার্ল্ড কনসার্ন’র বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক মিঃ রতন কে গাইন বলেন, ‘আমরা চাই সমাজের প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়াক।যে সেলাই মেশিন গুলো দেওয়া হচ্ছে এগুলো থেকে যেনো সবাই অর্থ আয় করতে পারেন এবং আগ্রহী অসহায় নারীদের বিনামূল্যে শেখাতে পারেন।আন্তর্জাতিক নারী দিবসে নারী পুরুষের মধ্যে যেন কোন প্রকার ভেদাভেদ না থাকে এমনটাই প্রত্যাশা আমাদের।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন জেংচাম, প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড কনসার্ন।।