উখিয়ার সীমান্তের পাহাড়ে বিজিবি’র গুলিবর্ষণ ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় বিজিবি সদস্যদের উপর হামলার চেষ্টা করেছে চোরাকারবারীরা।

বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি সদস্যরা বৃহস্পতিবার (৫আগস্ট) ভোররাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবি সদস্যরা উক্ত স্থানে অভিযান চালায়।
একপর্যায়ে পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এদিকে অভিযান শেষে ফেরার পথে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা আত্নরক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলিবর্ষণ করলে চোরাকারবারীরা দ্রুত পাহাড়ী গহীণ জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সীমান্তবাংলা / ৫ আগষ্ট ২০২১