উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কে.এম আলী আজম

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৭, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত, উখিয়া;

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে.এম আলী আজম।রবিবার (২৭ জুন) সকালে কক্সবাজারে সফরের অংশ হিসেবে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়ার ৩নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি।এর আগে ক্যাম্প-১ ওয়েস্ট এর সিআইসি ক্যাম্প সংলগ্ন ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন।

এর আগে উখিয়া পৌঁছালে উপজেলা পরিষদ ফটকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।৩নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তিনি ক্যাম্প-ইনচার্জ কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে মিলিত হন।

সেখানে সংক্ষিপ্ত আলোচনায় তিনি ক্যাম্প ব্যবস্থাপনা, করোনাকালীন ব্যবস্থা গ্রহণ সহ প্রশাসনিক বিষয়াদির খোঁজখবর নেন।এ সময়, জেলা প্রশাসন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে কক্সবাজার সফরে আসেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা,রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রবিবার দুপুরে বিমান যোগে ঢাকা যাত্রা করেন তিনি।

সীমান্তবাংলা / ২৭ জুন ২০২১