করোনা সংক্রমনে সারাদেশে গতো ২৪ ঘন্টায় আরো ১১৯ জনের মৃত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৭, ২০২১

ডেষ্ক নিউজঃ
বিগত দিনে করোনা সংক্রমনে মৃতের সংখ্যা নিন্মগামী থাকলেও হঠাৎ করে গতো ক’দিনে আবার হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আজ (২৭ জুন ২০২১) রবিবার সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১১৯ জন । এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৪ হাজার ১৭২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১.৫৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৫ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এদিকে করোনা সংক্রমনে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষনা দিয়েছে।

সীমান্তবাংলা  / ২৭ জুন ২০২১