উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত আইজি মোশাররফ হোসেন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১৩, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত, উখিয়া;

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব ও কর্তব্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যক্রম পরিদর্শন করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি মোঃ মোশাররফ হোসেন( বিপিএম)।
তিনি ১৩ জুন দুপুর ১১ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের ফাঁড়ী সমুহের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।ুসময় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি ঘুরে ফিরে দেখেন।

এসময় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক
(এসপি) নাইমুল ইসলাম নিপু,৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক(এসপি) শিহাব উদ্দিন, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক(এসপি) তারিকুল ইসলাম,১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোঃ শরীফুল ইসলাম, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ( বিপিএম বার)উখিয়া সার্কেল,
মধুরছড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ মাসুদ আনোয়ার সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্তবাংলা / শ ম গ/ ১৩ জুন ২০২১