উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের দেলু আটক , ৪ পুলিশ আহত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড তালিকাভুক্ত শীর্ষ এক সন্ত্রাসীকে আটক করেছে ১৪-এপিবিএন পুলিশের সদস্যরা।

জানা যায় সে, কুতুপালং রেজিস্টার্ড ( এম আর সি ৩৭৫০) রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমদের ছেলে দেলোয়ার হোসেন ওরপে দেলু (২৫)। তার নামে উখিয়া থানায় হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

রবিবার (৮ ই জুলাই) দিবাগত সাড়ে রাত ১০ টার সময় ১৪ -এপিবিএন পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ডিমান্ড মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে দেলু কপ আটক করতে সক্ষম হয়।

১৪এপিবিএন অধিনায়ক (এসপি) নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ছিল আটককৃত দেলোয়ার হোসেন। তাকে গ্রেফতার করার সময় তার সাথে থাকা সহযোগী সন্ত্রাসীরা এপিবিএন পুলিশ সদস্যদের উপর হামলাও চালায়। এ সময় এপিবিএন পুলিশের ৪ সদস্য আহত হয়।

সীমান্তবাংলা / ৯ আগষ্ট ২০২১