উখিয়ায় হোস্ট কমিউনিটিতে কারিতাস এনজিওর সৌর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২

আবদুল ল‌তিফ বাচ্চ‌ি উ‌খিয়া ● কক্সবাজা‌রে উখিয়া উপ‌জেলা সদ‌রে হোস্ট কমিউনিটিতে দা‌য়িত্বরত কারিতাস বাংলা‌দেশ এনজিও সংস্থার সৌর বিদ্যুৎ প্রকল্পে চরম দুর্নীতির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।
কা‌রিতাস কর্তৃক সৌর‌বিদ‌্যুতের আ‌লো মাস না হতেই বিকল হ‌য়ে যাওয়ার ঘটনায় স্থানীয়‌দের ম‌ধ্যে ক্ষোভ প্রকাশ কর‌তে দেখা গে‌ছে।

রো‌হিঙ্গাধ‌্যু‌ষিত জনপদ উ‌খিয়ায় রো‌হিঙ্গা‌দের পাশাপা‌শি স্থানীয়‌দের ম‌ধ্যে বি‌শেষ বরাদ্দ হোস্ট কমিউনিটি উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সেবা সংস্থা কা‌রিতাস উপ‌জেলার অ‌ফিস আদালতসহ বি‌ভিন্ন জনগুরুত্বপুর্ণ এলাকায় রা‌তের বেলায় সৌর‌বিদ‌্যু‌তের আ‌লোর ব‌্যবস্থা ক‌রে। কিন্তু বা‌তি স্থাপনের মাস দুয়েক যেতে না যেতেই অ‌নেকগু‌লোই বিকল হ‌য়ে প‌ড়ে। ফলে সন্ধ্যা নাম‌ার পর অনেকটাই ভু‌তেরগলিতে অন্ধকারাচ্ছন্ন থা‌কে। যেকার‌ণে ওই রাস্তায় সাধার‌ণের চলা‌ফেরায় ভ‌য়ের আশঙ্কা থা‌কে।

স্থানীয়‌দের অ‌ভি‌যোগ, সেবাসংস্থা কারিতাস এর উ‌দ্যো‌গে দেওয়া এ সৌর বিদ্যুতের প্যানেল, কুটি, বাতি নিম্নমানের। যা মাসখা‌নেক হ‌তে না হ‌তেই বিকল হয়ে পড়েছে। এমনকি ক‌য়েক‌টি আ‌লোর খু‌ঠি হালকা ঝড়েই হে‌লি‌য়ে গ‌ছে।

এছাড়াও হোস্ট কমিউনিটিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের নামে কারিতাসের র‌য়ে‌ছে দুর্নী‌তির শত অ‌ভি‌যোগ। উখিয়ায় বিভিন্ন গ্রামে হতদ‌রিদ্রদের ম‌ধ্যে নগদ অর্থ সহায়তা প্রদানেও একই চিত্র। এলাকাবাসীর দাবি এন‌জিও সংস্থা কারিতা‌সের অনিয়‌মের বিষ‌য়ে উপ‌জেলা প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ দাবী ক‌রে‌ছেন।