উখিয়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ চলছে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩

 

এইচ.কে রফিক উদ্দিন:-
প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কক্সবাজারের উখিয়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা চলমান রয়েছে। ইতিমধ্যে ৪ দিন ব্যাপী কর্মশালায় ৩০ জন করে ২৪০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের আওতায় এসেছে।ধাপে ধাপে আরও প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণের আওতায় আসবে বলে জানিয়েছেছেন সিপিপি কক্সবাজার জোনের উপ-পরিচালক হাসানুল আমিন।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উখিয়া ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পপুলেশন মূভমেন্ট অপারেশন (পিএমও)’র বাস্তবায়ন IFRC ও আমেরিকান রেড ক্রস’র সার্বিক সহযোগীতায় উখিয়ার কয়েকটি অভিজাত হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

এতে প্রধান প্রশিক্ষক ছিলেন সিপিপি’র কক্সবাজার অঞ্চলের উপ-পরিচালক হাসানুল আমিন।প্রশিক্ষণ পরিচালনা করেন সিপিপি উখিয়া উপজেলা টিম লিডার এবিএম আবুল হোসেন রাজু।

এসময় প্রশিক্ষকরা হাতে কলমে সংকেত প্রচার,আশ্রয়,উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।