উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩

 

ওমর ফারুক( কক্সবাজার -উখিয়া)

শনিবার ৪ নভেম্বর ২০২৩ইং কক্সবাজারের উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য সামনে রেখে উখিয়া থানার কনফারেন্স রুমে উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-টেকনাফের সার্কেল মোঃ রাসেল পিপিএম।সভাপতিত্ব করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নুরুল হুদা। উখিয়া থানা সিপিও অফিসার এস আই সাজ্জাদ হোসেন সহ উখিয়া থানার সকল পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।