উখিয়ায় অস্ত্রসহ দুই রো‌হিঙ্গা আটক 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩

ক‌ফিল উদ্দিন আনু : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ।

শনিবার, ২১ অক্টোবর সকালে উখিয়া ক্যাম্প-৫ এ অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-জি-৫ এর বাসিন্দা কামাল হোসেন ও একই ক্যাম্পের ছব্বির আহম্মদ।

১৪ এপিবিএন এর অধিনায়ক মো: ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দি‌কে উখিয়ার ইরানী  পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় সৈয়দ উল্লাহ নামক এক মু‌দি দোকানের সামনে থেকে কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এপি‌বিএন অ‌ধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানায়, তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে সরবরাহ করেছে।

তার দেওয়া তথ্যমতে, তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদকেও আটক করা হয়।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহ‌নের জন‌্য আটককৃত‌দের উখিয়া থানায় সোপর্দ করা হয়। উখিয়া থানার অ‌ফিসার ইনচার্জ শেখ মো: আলী জানান, তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যাবস্থা গ্রহ‌নের জন‌্য এক‌টি মামলা রুজু করা হ‌য়ে‌ছে।

সীমান্তবাংলা/মউ/২২অ‌ক্টোবর২৩