আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২০

শাহীন মঈনুদ্দীনঃ আজ শহীদ বুদ্ধিজীবি দিবস।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতাকামী জনতা যখন চুড়ান্ত বিজয়ের মুখে ঠিক তখনই পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সহযোগীতায় বাংলাদেশের জাতীয় চার নেতা সহ অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে। চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে থাকায় স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। পরবর্তীতে ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায়। ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিকট আত্মীয়রা মিরপুর ও রাজারবাগ বধ্যভূমিতে স্বজনের মৃতদেহ সনাক্ত করেন।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একটি গণকবর
অনেকের দেহে আঘাতের চিহ্ন, চোখ, হাত-পা বাঁধা, কারো কারো শরীরে একাধিক গুলি, অনেককে হত্যা করা হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে জবাই করে। যা থেকে হত্যার পূর্বে তাদের নির্যাতন করা হয়েছিল সে তথ্যও বের হয়ে আসে। ১৯৭২ সালে বাংলাদেশে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সংকলন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজ উইক’-এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা যায়, হত্যাকান্ডের স্বীকার বুদ্ধিজীবীর সংখ্যা ছিলো ১ হাজার ৭০ জন।

( সীমান্তবাংলা/ শা ম/ ১৪ ডিসেম্বর ২০২০)