অবৈধ ৭৫ রাউন্ড গোলাবারুদসহ ০২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১

বিশেষ প্রতিবেদক ;

র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব এলিট ফোর্স হিসেবে আত্নপ্রকাশের পর থেকেই বিভিন্ন প্রকার
অপরাধ নিমূর্লের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। আইনের শাসন
সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ
চিহ্নিতকরণ এবং তার প্রতিরোধে র‌্যাব সর্বদা কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায়, র‌্যাব—১৫, দুপুর আনুমানিক ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার রামু থানাধীন পানিরছড়া নজীর মুন্সি মার্কেট, মামুন মিয়ার বাজার ও মাস্টার কবির মেডিকো এর সামনে থেকে অস্ত্র ও গুলি ক্রয বিক্রয়ের উদ্দ্যেশ্যে অবস্থানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। ইসকান্দারুল হক জিতু (৩০), পিতা— মৃত কাজী ফজলুল হক,
সাং— কাজী বাড়ী, নাইখাইন, ০৬ নং ওয়ার্ড, ০৯ নং জঙ্গলখাইন ইউপি, থানা—পটিয়া,
জেলা—চট্টগ্রাম, ২। মোঃ সরওয়ার কামাল (৩১), পিতা— আবুল হোসেন, মাতা—মাহমুদা
বেগম, সাং— বড় ধলিরছড়া, ০৩ নং ওয়ার্ড, ১১ নং—রশিদ নগর ইউপি, থানা—রামু, জেলা—
কক্সবাজারদয়কে আটক করে। ঐ সময় উপস্থিত জনসম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা
শপিং ব্যাগ তল্লাশী করে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে
অবৈধ অস্ত্র—শস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়
করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থাা গ্রহণের জন্য কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আর,এম,আর/১৯ আগস্ট