উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকান্ডে নিহত ৩

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ২, ২০২১

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩ রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার দিকে কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

স্থানীয়রা জানান, কুতুপালং বাজারে রাত আড়াই টার দিকে বকতিয়ার মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করার কিছুক্ষণের মধ্যেই উখিয়া ফায়ার সার্ভিসও তাদের সাথে যোগ দেয়। ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে প্রায় ৫ টি কাপড়োর দোকান আগুনে পুড়ে যায় এবং দোকানে কর্মরত ৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক, কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে অগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এতে ৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানে কর্মরত বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজুল ইসলাম, আনসার উল্লাহ ও আয়াজ উল্লাহর মৃত দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

সীমান্তবাংলা/২ মার্চ ২০২১