উখিয়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে ইউএনডিপি’র দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১

 

এইচ.কে রফিক উদ্দিনঃ
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি বন্যা, ভূমিধ্বস মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দিন ব্যাপী এই প্রশিক্ষণ মঙ্গলবার (১২জানুয়ারি )সকাল ৯টায় সুচনা করে বিকেল ৪টায় শেষ হয়।

জাতীয়সংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

উল্লেখ্য,দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সাম্যক ধারণ প্রদান করেন, ইউএনডিপি’র প্রশিক্ষক রুনা জেসমিন ও নাসের হায়দার। দুর্যোগ ব্যবস্হপনার প্রাথমিক ধারণা,
আকস্মিক বন্যা ও ভূমিধ্বস সংক্রান্ত ঝুঁকি,আকস্মিক বন্যা ভূমিধ্বস সংক্রান্ত প্রস্তুতি পরিকল্পনা,আকস্মিক বন্যা ও ভূমিধ্বস কালীন ব্যক্তিগত নিরাপত্তা সহ দুর্যোগ ঝুঁকিহ্রাস নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

( সীমান্তবাংলা/ শা ম/ ১২ জানুয়ারী ২০২১)