রাস্তায় ব্যারিকেড দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে যুবক নিহত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১

 

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ কক্সবাজার -টেকনাফ সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই কালে পুলিশের গুলিতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, খোরশেদ আলম তার ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা চালালে, পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে খোরশেদ নিহত হন।

গতোকাল (৫ জানুয়ারী) মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খোরশেদ আলম (২২) মিঠাপানিরছড়া গ্রামের হাজী গোলাম হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসানুজ্জামান গনমাধ্যমকে বলেন, খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক চোরাকারবারি ও অবৈধ অস্ত্র বহনসহ নানা অভিযোগে ৮ টি মামলা রয়েছে। গতকাল তার ভাই শামসুল আলম (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করে। শামসুল আলম ৭ টি মামলার পলাতক আসামি ছিলো। পুলিশের হাত থেকে ভাইকে ছিনিয়ে নিতে খোরশেদ হামলা চালিয়েছিলেন বলে জানান তিনি। এতে টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন মিয়া, কনস্টেবল শফিকুল হক ও বলরাম দাস আহত হন। বর্তমানে তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাসানুজ্জামান আরও বলেন, গতকাল রাত ১২টার দিকে পুলিশ শামসুল আলমকে গ্রেপ্তার করে। থানায় ফেরার পথে মিঠাপানির ছড়া বাজার এলাকায় রাস্তায় ব্যারিকেড ফেলে খোরশেদ পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে পুলিশ শামসুল আলমকে নিয়ে থানায় ফিরে আসে। পরে জানা যায়, খোরশেদ আলম গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

খোরশেদ আলমের আরেক ভাই শাহীন আলম জানায়, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদ আলমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ৬ জানুয়ারী ২০২১)