ইংরেজি মাধ্যম স্কুলের ‘সেশন ফি’ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : ইংরেজি মাধ্যম স্কুলে প্লে-গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত প্রতিবছর এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময় পুনঃভর্তি ফি, সেশন ফি বা একাডেমিক ফি নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় সংক্রান্ত বিধিমিালা বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রবিবার হাই কোর্টের রায়ের বিরুদ্ধে গ্রিন ডেল ইন্টারনেশনাল স্কুলের অধ্যক্ষের আপিলের আবেদন গ্রহণ করে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ।

এর আগে ২০১৭ সালের ২৫ মে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন রায় ঘোষণা করেছিলেন। সেই সময় দেশের সব ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে ওঠার সময় পুনরায় ভর্তি ও সেশন ফি’র নামে শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায় বেআইনি ঘোষণা করে রায় দিয়েছিলেন আদালত।

ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির পর আজ আপিল বিভাগ তা স্থগিত করেন।

০৩ডিসেম্বর/টিএটি/ইএস/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন