রাজধানীতে রেনু হত্যাকান্ড || পলাতক আসামী মহিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ নিজের সন্তানকে স্কুলে ভর্তি করানোর খবর নিতে এসে হত্যাকান্ডের শিকার হন তসলিমা বেগম রেনু। রাজধানী ঢাকার উত্তর বাড্ডায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু নামক ঐ নারীকে পিটিয়ে হত্যার মামলায় পলাতক আসামি মহিন উদ্দিনের সম্পত্তি `ক্রোক’ করার নির্দেশ দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ রোববার এ আদেশ দেন। আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ১ ফেব্রুয়ারি দিন রেখেছেন তিনি।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে ছেলেধরার গুজব নিয়ে দেশে যখন তোলপাড় চলছে, সেই সময় ২০ জুলাই ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তসলিমা রেনুকে (৪২) পিটিয়ে মারা হয়। তিনি তার মেয়েকে ভর্তি করানোর জন্য খবর নিতে সেখানে গিয়েছিলেন।

ওই ঘটনায় রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু তখন অজ্ঞাতপরিচয় পাঁচশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে গতবছর ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হক।

অভিযোগপত্রে যে ১৫ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে দুজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর রয়েছে। আর মো. মহিন উদ্দিন (১৮) পলাতক।

বাকি ১২ জনের মধ্যে ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লাকে (২০) প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

( সীমান্তবাংলা/ শা ম/ ৩ জানুয়ারী ২০২১)