মেজর সিনহা হত্যাকান্ড | কনষ্টেবল রুবেল শর্মা আবার ৫ দিনের রিমান্ডে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০

সীমান্তবাংলাঃ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের দেহরক্ষী হিসেবে পরিচিত কনস্টেবল রুবেল শর্মার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷

(২৮ অক্টোবর) বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৩ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন৷

এর আগে সকালে একই আদালতে রুবেলের ৮ দিনের রিমাণ্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

তিনি নিজেই এ তথ্য জানান, ইতোমধ্যে সাতদিনের রিমান্ড নেওয়া হয় রুবেল শর্মাকে। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কিন্তু আরও তথ্যের জন্য আবারও রিমাণ্ড আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সুত্র মতে, সিনহা হত্যা মামলা ১৪ জন আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। কথিত আছে সাবেক কনস্টেবল রুবেল শর্মা ওসি প্রদীপ কুমার দাশের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৯ অক্টোবর ২০২০)