১৫ জুলাই ১৯ দিনব্যাপী ৫৩তম মাহফিলে সীরতুন্নবী (সঃ)’র অডিশন ২০২৩

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩

 

কামরুল ইসলাম চট্টগ্রাম

আশেকে রসুল (সঃ) হযরত আলহাজ্ব শাহ্ মওলানা হাফেজ আহমদ (রাহঃ) “শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক আন্তর্জাতিক ১৯দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর ৫৩তম আসর উপলক্ষ্যে তেলাওয়াতে কুরআনুল করিম এবং না’তে রাসুল (সঃ) এর অডিশন রাউন্ড আগামী ১৫ জুলাই শনিবার সকাল ৯টা হতে সীরত ময়দান সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হবে। অডিশন রাউন্ড এর উদ্বোধন করবেন মাহফিল মতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ্ হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। গত ১০মে থেকে ১০জুলাই পর্যন্ত সারাদেশ থেকে প্রতিযোগিরা না’তে মুস্তফা (সঃ) ১৮৫ জন ও কোরাআন তেলাওয়াতে ১৬৫ জন প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেন। তাদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের প্রাথমিকভাবে নির্বাচন করে ১৯ দিনব্যাপী ৫৩তম মাহফিলে সীরতুন্নবী (সঃ)-এ সুযোগ দেয়া হয়। উল্লেখ থাকে যে নিবন্ধনবিহীন কাউকে সুযোগ দেওয়া হবে না। উক্ত অডিশন প্রোগ্রামে যথা সময়ে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করেছেন সীরতুন্নবী (স.) মাহফিল মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শাহজাদা আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, শাহ মঞ্জিলে সকাল ১০টায় ঐতিহাসিক আন্তর্জাতিক ১৯দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর ৫৩তম আসর উপলক্ষ্যে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।