ভারতে ইষ্কনের রথযাত্রায় ৭ জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৩০, ২০২৩

ভারতে ইষ্কনের উদ্যোগে কুমারঘাটে আয়োজিত উল্টো রথে ৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কুমারঘাট থানায় আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। বুধবার ইষ্কন আয়োজিত উল্টো রথে বাবা ছেলে সহ ৭ জনের বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

কুমারঘাট থানার ওসি শংকর সাহা জানিয়েছেন, উল্টো রথে ইয়ং স্টার ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা রূপক দাস ও তাঁর ছেলে রোহন দাসের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় প্রয়াত রূপক দাসের ভাই কাঞ্চনপুর নিবাসী পঞ্চম দাস আজ কুমারঘাট থানায় রথযাত্রার আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার নম্বর ৪৬/২০২৩। পুলিশ ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩০৪ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে।

তিনি আরো জানান, ময়না তদন্তের পর মৃতদেহগুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিকে, কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গতকালের ওই লোমহর্ষক ঘটনার জন্য কার্যত রথযাত্রার আয়োজকদের দায়ী করেছেন।

এদিকে মহকুমা পুলিশ কর্মকর্তা কমল দেববর্মা বলেন, গতকাল ইসকন উল্টো রথের নির্দিষ্ট যাত্রাপথের বদলে অন্য রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে গেছে। তাঁর দাবি, কুমারঘাট মোটর স্ট্যান্ড এলাকায় জগন্নাথের মাসির বাড়ি থেকে নিদেবী চৌমুহনী ইসকন মন্দিরে উল্টো রথের অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু, আয়োজকরা উল্টো রথ ব্লক চৌমুহনী নিয়ে গিয়েছিলেন। তাতেই, বিপত্তি দেখা দিয়েছে। তাঁর সাফ কথা, ব্লক চৌমুহনী দিয়ে উল্টো রথ যাওয়ার অনুমতি ছিল না।