স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ আর দুই লাখ সম্ভ্রম হারা মা বোনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, দলীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে সেখান থেকেএকটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এর পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী,জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল ও সাধারণ সম্পাদক হালিমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সীমান্তবাংলা/তম/ মার্চ/২৬/২০২২