গভীর শ্রদ্ধায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছেন চাঁপাইনবাবগঞ্জবাসী

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আজ ২৬ মার্চ শনিবার। সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছেন জেলাবাসী। শনিবার প্রত্যুষে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি এবং পরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ অন্যান্য কর্মকর্তা,

জেলা পুলিশের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযেদ্ধা মোস্তাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনসহ অন্যরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদসহ অন্যরা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকসাহিদা আখতার, জেলা নির্বাচন অফিসার মোতায়াক্তিল রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবীর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোজাহার হোসেন প্রামানিক, গণপূর্ত বিভাগের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল আহসান, সড়ক জন পথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।

সীমান্তবাংলা/তম/ মার্চ /২৬/২০২২