সাংবাদিকের সাথে অসদাচরণের দায়ে টেকনাফের ইউএনও কে ওএসডি।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২

নিজস্ব প্রতিনিধি ;

মুজিব বর্ষের ঘর নির্মাণকে কেন্দ্র করে জাতীয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোষ্টে সংবাদ প্রকাশের জেরে, ঢাকা পোস্টের প্রতিবেদকের সাথে অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণের দায়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য রোববার (২৪ জুলাই) ইউএনও মোহাম্মদ কায়সার খসরু এক টেলিফোন কথোপকথনে ঢাকা পোষ্টের কক্সবাজার জেলা প্রতিনিধি ফরহাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হলে উষ্মা প্রকাশ করেন মহামান্য হাইকোর্ট।

আদালত বলেন, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য ও আপত্তিকর। তার আচরণ মাস্তানের আচরনকে হার মানিয়েছে। কোনো রং হেডেড ব্যক্তি ছাড়া এ ধরনের ভাষা কেউ ব্যবহার করতে পারেন না।