সাঁথিয়ায় আমন ধান সংগ্রহে লটারি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯

খালেকুজ্জামান পান্নু: পাবনার সাঁথিয়ায় ২০১৯-২০ইং মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের মনিটরিং কমিটির আয়োজনে ইউনিয়ন পর্যায়ে কৃষক নির্বাচন উপলক্ষে উম্মুক্ত লটারী গতকাল বৃহস্পতিবার সকাল উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ থেকে দিনব্যাপী চলে এ লটারী কার্যক্রম।

সাঁথিয়া খাদ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ধান সংগ্রহের জন্য বরাদ্দ রয়েছে ১ হাজার ৮শত ৪৪ মে.টন। এতে ৩৫৪৫ জন কৃষকদের মাঝে লাটারী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আলমাহমুদ দেলোয়ার,উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ,ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা,খাদ্য কর্মকর্তা নুর মোহাম্মদ, গুদাম রক্ষক মোশারফ হোসেন,সাংবাদিক বৃন্দ , ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।