শান্তিপূর্ণ হরতাল পালনে পুলিশের সহযোগিতা চায় হেফাজত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৭, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ করার সময় সংঘর্ষে সংগঠনের কর্মী নিহতের প্রতিবাদে রবিবার দেশব্যাপী হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। আগামীকালের হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

শনিবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে হরতাল পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান মামুনুল হক।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘আগামীকাল সরকারি দলের (আওয়ামী লীগ) কোনো কর্মসূচি নেই। কাজেই আমাদের হরতালের দিন সরকারি দলের কাউকে রাজপথে দেখতে চাই না। কোনো হেলমেট বাহিনীকেও দেখতে চাই না।’

মামুনুল হক বলেন, ‘শুক্রবারের মতো আবার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কোনো উত্তেজনা সৃষ্টি হয় এর দায়ভার সরকারকে নিতে হবে। এমন কোনো কিছু ঘটলে আগামীতে লাগাতার কঠোর কর্মসূচি দেবে হেফাজত। এ জন্য সরকারকে অনুরোধ করব, এমন কোনো কিছু করবেন না যাতে ক্ষুব্ধ জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়।’

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। এই আন্দোলন নাস্তিক-মুরতাদের বিরুদ্ধে। অথচ সরকার এই আন্দোলনকে প্রভাবিত করে আমাদেরকে তাদের প্রতিপক্ষ বানিয়েছে। এর প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মামুনুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চাই। আমাদেরকে সহযোগিতা করুন। কোনো সন্ত্রাসী, হেলমেট বাহিনীকে প্রশ্রয় দেবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।’

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সারাদেশে শান্তিপূর্ণভাবে হেফাজত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দাবি করে তিনি বলেন, ‘হরতালে সারাদিন রাজপথে হেফাজত কর্মীরা থাকবেন। তারা শান্তি-শৃঙ্খলায় কাজ করবেন।’

চট্টগ্রামের হেফাজতের নেতাকর্মীরা প্রথমে পুলিশের ওপর হামলা করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘এটা মিথ্যা প্রচারণা। এরপরও আমরা অধিকতর তদন্ত করে দেখব।’

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি আগমনে সারাদেশে আন্দালন চলছে। আমাদের দাবি ছিল এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আনন্দের বিষয়ে দেশের জন্য জাতির জন্য। সেখানে সারাদেশে সংশ্লিষ্ট রাষ্ট্র প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আনন্দ উপভোগ করুক শুধু মাত্র একজনের বিষয়ে আমাদের আপত্তি । তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী। তা ব্যাপারে আপত্তির শুধু হেফাজতের নয় সমমনা ইসলামি যত দল আছে সবার। এই দেশের সকল মুসলমানের এই দাবি।

তিনি বলেন, ‘সংঘাতমূলক কোনো কর্মসূচি আমাদের ছিল না। ইচ্ছা করলে আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে প্রতিহত করতে পারতাম। বিমানবন্দর ঘেরাও করতে পারতাম। কিন্তু সেটা করিনি। এরপরও আমাদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা চালানো হয়েছে, যা দুঃখজনক।’

ছাত্রলীগ, যুবলীগ সরকার দলীয় লোকজন হেফাজতের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, আমাদের উপর কর্মসূচি সরকারের বিরুদ্ধে ছিল না। আমাদের সব সময় নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। কিন্তু এখানে সরকার আমাদের প্রতিপক্ষ হওয়ার যে পরিবেশ সৃষ্টি করেছে এর প্রতিবাদ করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আজকে সারা দেশে শান্তি বজায় রেখে বিক্ষোভ করা হয়েছে এবং হরতাল পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বিক্ষোভের পর আগামীকাল ২৮ মার্চ রোববার সারাদেশ ব্যপি সকাল সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে।হেফাযতে ইসলামের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য আহবান করা হচ্ছে। হেফাযতের কর্মীদের ধৈর্য ধারণ করে রাজপথে অবস্থান করার আহবান জানানো হচ্ছে।

নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়ে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হেফাজতের পক্ষ থেকে চেষ্টা করা হবে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হবে। এই শান্তিপূর্ণ হরতালকে বাধা দেয়া না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। কোনোভাবে এই হরতালে বাধা সৃষ্টি করে এই ক্ষুব্ধ জনতাকে যেন আরো বেশি ক্ষুব্ধ না করা হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম প্রাঙ্গণে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। হাটহাজারীতে বিক্ষোভ করার সময় গুলিতে চারজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। যাদের নিজেদের কর্মী বলে দাবি করছে হেফাজতে ইসলাম।

সংঘর্ষে নিহত হওয়ার প্রতিবাদের আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ করে কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় সংগঠনটি। একই দাবিতে আগামীকাল হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

 

২৭মার্চ/বিইউ/এমআর/এডমিন/ইবনে যায়েদ

সংবাদটি শেয়ার করুন