রাষ্ট্রদ্রোহীতার মামলায় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেফতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০

সীমান্তবাংলাঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে রাষ্ট্রদ্রোহিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ।

তবে রুহুল আমিন গাজীকে কখন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে চাননি ওসি। তিনি বলেন, ‘তাঁকে নিয়ে কিছুক্ষণের মধ্যে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে কথা বলবেন। সেখানে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

রুহুল আমিন গাজীর গ্রেপ্তারের বিষয়ে বিএফইউজের একাংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ভাইকে সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ নিয়ে গেছে।’

অপরদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

(সীমান্তবাংলা/ শা ম/ ২১অক্টোবর ২০২০)