রামু থানাধীন জোয়ারীনালা এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১১.৪ কেজি গাঁজা উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১১, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী চট্ট্রগ্রাম হতে কক্সবাজারগামী সৌদিয়া নামক যাত্রীবাহী বাস যার রেজি নং- চট্ট মেট্রো-ব-১১-০১৫৭’তে করে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারীনালা রাবার বাগান হাঁসখামার এর উত্তর

পাশের্^ চট্টগ্রাম হতে কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে উল্লেখিত যাত্রীবাহী বাসটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ উক্ত বাসটিকে থামানোর সংকেত দিলে উক্ত বাস হতে দুইজন যাত্রী কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী

১। আজিজা বেগম (২৪), স্বামী- নুর মোহাম্মদ, পিতা- মোঃ নুরু ছালাম, মাতা- আরফা বেগম সাং-কুতুবদিয়াপাড়া, ০১ নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, ২। শরীফ হোসেন (১৯), পিতা- মোঃ নুরু ছালাম, মাতা- আরফা বেগম সাং- কলাতলী (ঝরঝরিপাড়া), ১২ নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের ধৃত করে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়,

তাদের সাথে মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১১.৪ (এগার কেজি চারশত
গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে
কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে

 

 

১১মার্চ/ইএস/এডমিন/ইবনে

 

সংবাদটি শেয়ার করুন