রামুতে বঙ্গবন্ধু উৎসবে উপস্থাপন হবে মুক্তিযুদ্ধের জয়গান : এমপি কমল

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১

কামাল শিশির, রামু:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছর পুর্তিতে রামুতে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু উৎসব’। বঙ্গবন্ধুর বাংলা বিজয় ইতিহাস, মুক্তিযুদ্ধের জয়গান প্রজন্মের কাছে
উপস্থাপন করা হবে এ উৎসবে। প্রতিদিন বঙ্গবন্ধু উৎসবের মঞ্চে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ, গান, নাট্যানুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক আয়োজন। রামু স্টেডিয়ামে ৭ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’ শুরু হবে ১৭ ডিসেম্বর।
রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু বন্ধু উৎসবের প্রস্তুতি সভায় এ কথা জানান, রামু বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, সাইমুম সরওয়ার কমল এমপি। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, কাজী মোহাম্মদ আলী।

বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদ ২০২১ উদযাপন পরিষদের মহাসচিব ও রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বক্তৃতা করেন, রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া, সাংস্কৃতিক কর্মী মাস্টার মোহাম্মদ আলম, বিভাষ সেন গুপ্ত জিগমী, প্রবীন আওয়ামী লীগ নেতা গোলাম কবীর, মাষ্টার ফরিদ আহমদ, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সুবীর ব্রাহ্মণ চৌধুরী বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক নুরুল হক চৌধুরী, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, সাংস্কৃতিক কর্মী পুলক বড়ুয়া, বিশিষ্ট সংগীত শিল্পী ইস্কান্দার মীর্জা, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আপন বড়ুয়া, রামু ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ হোসেন টাপু, কক্সবাজার জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, সাংবাদিক সোয়েব সাঈদ, আল মাহমুদ ভূট্টো, আবুল কাশেম সাগর, নাছির উদ্দিন ও আনিস নাঈমুল,কামাল শিশির প্রমূখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ক্রীড়া, নাট্য, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সীমান্তবাংলা/রম/২২ নভেম্বর ২০২১