রমজানে গরুর মাংস ৫৫০ টাকার বেশি নয়: সমিতি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৩১, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : আসন্ন রমজানে গরুর মাংসের দাম ৫৫০ টাকার মধ্যেই রাখতে চান ব্যবসায়ীরা। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম এ তথ্য জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে রমজানে মাংসের দাম নির্ধারণ বিষয়ক এক ভার্চুয়াল সভায় তিনি এ তথ্য জানান।

মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে এ ঘোষণা শুনে ভার্চুয়াল সভার সভাপতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমরা বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করবো। আপনারা কত টাকার মধ্যে মাংসের দাম রাখতে পারবেন তা আজ জানলাম। এখন আমরা আলোচনার মাধ্যমে রমজানের আগেই মাংসের দামের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম এসময় বলেন, রমজানে মাংসের দাম ৫৫০ টাকায় রাখতে পারবো আমরা। কেউ রমজান মাসে এর বেশি দামে মাংস বিক্রি করতে পারবে না। কোনো দোকান যদি এর চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হকসহ মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।

 

৩১মার্চ/কেএম/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন