যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে  আরসা’র সক্রিয় ছয় সদস্য গ্রেফতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩

নিজস্ব প্রতিনিধি 

র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ০৫নং পালংখালী ইউপিস্থ ময়নারঘোনা পুুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৮ এর মূল ব্লক-ই এর এম-১৮ সাব ব্লকস্থ এফডিএমএন সদস্য আবুল ফয়েজ এর দোকানের সামনে পাকা সিঁড়ির উপর অস্ত্র-গুলি সহ কতিপয় দুষ্কৃতিকারী আরসার সক্রিয় সদস্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ আভিযানিক দল গত ২৩/০২/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ৭.২০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব ও এপিবিএন এর উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা’র সক্রিয় ছয় সদস্যদের আটক করেন। জিজ্ঞাসাবাদে তাদের বিস্তারিত পরিচয় ১। মোহাম্মদ আরব(২৪), পিতা-আমির হাকিম, মাতা-অজিবা খাতুন, এফসিএন নং-১৯৫৪৩২, ব্লক-কে/১২, ২। মোহাম্মদ নূরু (৩১), পিতা-আব্দুল মোতালেব, মাতা-ফিরোজা খাতুন, এফসিএন নং-২৮৩১৯২, ব্লক-কে/৬, ৩। মোহাম্মদ ইউনুছ (৩৩), পিতা-মোঃ ছালেহ, মাতা-নছিমা খাতুন, এফসিএন নং-১১১৭৮৩, ব্লক-এফ/২৩, ৪। হারুন (২৮), পিতা-আব্দুল গফ্ফার, মাতা-অজিবা খাতুন, এফসিএন নং-১৯৭৮০৩, ব্লক-এম/১৯, ৫। হাফিজুল আমিন (২৫), পিতা-মৃত আবু সিদ্দিক, মাতা-জুলেহা খাতুন, এফসিএন নং-৪৫১৯৩২, ব্লক-এম/১৯, ৬। মোঃ মীর কাশিম@ হামিদ হোসেন (২২), পিতা-জাহিদ হোসেন, মাতা-সাবেকুন নাহার, এফসিএন নং-১৪৬৫৩৯, ব্লক-এম/১১, সর্বক্যাম্প-১৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার জানা যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০১নং ধৃত ব্যক্তির নিকট হতে ০১(এক)টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ০২নং ধৃত ব্যক্তির নিকট হতে ০১(এক) রাউন্ড গুলি, ০৩নং ধৃত ব্যক্তির নিকট হতে ০১(এক) রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা ধৃত ব্যক্তিগণ পরস্পর যোগসাজসে অবৈধ দেশীয় অস্ত্র-গুলি দিয়ে এফডিএমএন শরণার্থী ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সুবিধাদি আদায়ের লক্ষে তাছাড়াও সন্ত্রাসী কার্যক্রম করার জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত অস্ত্র-গুলিসহ র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ বর্ণিত ব্যক্তিগনদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।