মা-বাবা পরিচয় দিয়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দায়ে গ্রেফতার ৩৩

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১

 

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ বান্দরবানের পার্বত্য এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগে পরিচয়দানকারী কথিত মা-বাবা, দালালসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ জানুয়ারী) নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের আটক করে।

পুলিশ ও স্থানীয়দের মতে , জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর, ঘুমধুম, সোনাইছড়ি, দৌছড়ি, বাইশারী পাঁচটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দার মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিতে সহযোগিতার অভিযোগে পরিচয়দানকারী কথিত মা-বাবা, দালালসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়ায় রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়দানকারী ব্যক্তি, দালাল চক্রসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরো সম্পৃক্ততার প্রমাণ পেলে তাদেরও গ্রেফতার করা হবে।

( সীমান্তবাংলা/ ৫ জানুয়ারী ২০২১)