মাষ্টার শাহ আলমের কবিতা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১০, ২০২১

*সবই তার দান সুমহান*
————  মাস্টার শাহ্ আলম

সকলই প্রশংসা হয় নামেতে যাহার
তিনিই মহান স্রষ্টা পাকপরওয়ার।
তিনি দাতা, তিনি ত্রাতা,তিনিই রক্ষক
সব সৃষ্টির পালনকর্তা তিনিই বরহক।

রিজিক বন্টন আর দৌলত অর্জন
আটারো সহস্র সৃষ্টি তার নিয়ন্ত্রণ
জীবন দাতা,মৃত্যু দাতা তিনিই ঈশ্বর
সর্বত্র বিরাজমান দীপ্ত সয়ংম্ভর।

রহিম, রহমান তিনি অগতির গতি
গফুর গাফফার নাম মহাবিশ্ব পতি
কত কত নিয়ামত সৃষ্টির কল্যাণে
দিয়েছেন মহা প্রভু জীবিকা রক্ষণে।

তিনিই অতি কৃপাময় সব সৃষ্টিপর
আটারো সহস্র সৃষ্টি তাহাতে নির্ভর
দুই মাত্র ভেদ তাতে সব প্রাণীময়
পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গে বংশবৃদ্ধি হয়।

সকল সৃষ্টির উর্ধে মানব প্রধান
সুন্দর বৈভব দিয়া গড়িছে ইনসান
আধিপত্য দিছে তাকে সব প্রাণী পর
উপাসনা করতে নির্দেশ দিছে অতঃপর।

ভোগে দিছে বিপুলতা তুলনা অসীম
তার দানে পরিপূর্ণ জগৎ মহিম
না চাহিতে এ মানবে দিয়েছে সকল
ক্ষুধায় আহার আর পিপাসায় জল।

সর্বদিকে দেখি তার দান সুমহান
অতএব গাও সবে তার গুণগান।
————–
রচনাকাল:-০৯/০৬/২০২১ ইং,
উখিয়া সাহিত্য কুঠির, উখিয়া,কক্সবাজার।