বগুড়ার আদমদীঘি ও সান্তাহার ৬টি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২

হুমায়ূন আহমেদ,আদমদিঘী (বগুড়া) :

বুধবার ৫ জানুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি আওয়ামী লীগ ১টি বিএনপি ও ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে জানা যায় উপজেলার সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ৬৯৬৭ নৌকা মার্কার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থন করা মোটরসাইকেল মার্কার প্রার্থী মোজাহার হোসেন পিন্টু ৫২০০ ভোট পেয়েছে । ছাতিয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগকে নৌকা মার্কার প্রার্থী আব্দুল হক আবু ১০৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন করা আব্দুল মুত্তাকিন মুক্তা আনারস মার্কায় প্রার্থী ৭৮২৫ ভোট পেয়েছে। আদমদীঘি সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান ৮৫১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থন করা বুলবুল ফারুক আনারস মার্কায় প্রার্থী ৭২০৭ ভোট পেয়েছে।

নশরতপুর ইউনিয়নে বিএনপি সমর্থন করা প্রার্থী গোলাম মোস্তফা চশমা মার্কা ৬৫০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উজ্জল হোসেন আনারস মার্কা নিয়ে ৬৪১৯ ভোট পেয়েছে । কুন্দগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী শামিমুল ইসলাম ৭৬১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল মার্কা নিয়ে ৫২৭২ ভোট পেয়েছে । চাঁপাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম ৫৩১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থন করা ঘোড়া মার্কার প্রার্থী ইউনুস আলী দুলাল ৫১৯৩ ভোট পেয়েছে । বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে এবং তারমধ্যে সান্তাহার ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

সীমান্তবাংলা/রম/০৬ জানুয়ারি ২০২২