পটুয়াখালীতে পালিত হচ্ছে ঢিলেঢালা লকডাউন ।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১

 

মোঃবাহাদুর আবির,
পটুয়াখালী প্রতিনিধি:

ঈদের পরবর্তীতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ ৯ম তম দিন শুক্রবার। পটুয়াখালী থেকে মির্জগঞ্জ উপজেলায় যাওয়ার অন্যতম যাতায়াতের পথ পায়রাকুঞ্জ ফেরিঘাট। বর্তমান সময় খুব বেশি যাত্রীর চাপ না থাকলেও কিছু সংখ্যক যাত্রীকে খেয়া পারাপার করতে দেখা গিয়েছে। যাত্রী নিয়ে কোন ফেরী চলাচল না করলেও মালবাহী ট্রাক ও এম্বুলেন্স নিয়ে ফেরী ছেড়ে গেলে সেখানে যানবাহনের থেকে জনগণের সংখ্যাই ছিল বেশি।লকডাউন কার্যকর করতে মাঠে আছে পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগন।

ব্যাবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখলেও জনগণ তোয়াক্কাই করছে না এ লকডাউনকে। দোকান ও অসচেতন নাগরিক যারা বিনা প্রয়োজনে বাহিরে বের হয়েছে তাদেরকে মোবিলকোড এর আওতায় এনে জরিমানা ও জেল দেয়া হচ্ছে।

প্রশাসনের মতে জনগণের আরো অনেক বেশি সচেতন হওয়া দরকার । তাহলেই এই মহামারীকে রোধ করা সম্ভব হবে বলে দাবী তাদের।

সীমান্তবাংলা / ৩১ জুলাই ২০২১