তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণ এক উপজাতি গুরুতর আহত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২

 

এম এ রহমান সীমান্ত;

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৫ নাম্বার পিলারের ১০০ গজ ভিতরে মায়ানমার অভ্যান্তরে মাইন বিস্ফোরণে অন্যথোয়াইং তংচইগ্যা নামে এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।বর্তমানে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে৩৫ নাম্বার পিলারের ১০০ গজের ভিতরে মায়ানমার অভ্যান্তরে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যথোয়াইং তংচইগ্যা মা ইয়াং মে চাকমার দাবী, মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের পা উড়ে গেছে।তুমব্রু বাসিন্দা মাহামুদুল হাসান বলেন সকাল থেকে থেমে গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে।
এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।