চাঁপাইনবাবগঞ্জ নয়ালাভাঙ্গা র‌্যাবের অভিযান ভারতীয় পাতার বিড়িসহ দুই ভাই গ্রেপ্তার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধারকৃত বিড়ির পরিমাণ প্রায় ১৮ হাজার। গ্রেপ্তারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার ছোট চকঘোড়াপাখিয়া গ্রামের মৃত তৈমুর রহমানের দুই ছেলে মো. দুরুল হুদা (৪৫) ও মো. নাইমুল (৩২)। রবিবার দুপুরে ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার করে র‌্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুরি গ্রামের একটি বাড়ির সামনে দুই ব্যক্তি ভারতীয় পাতার বিড়ি বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বেলা আড়াইটায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুরুল ও নাইমুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৬০০ পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাকারবারি ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সীমান্তবাংলা/ ২৫ এপ্রিল ২০২১