চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা শহরের ওয়ালটন মোড়স্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেট কাটেন অতিথিবৃন্দ।

এছাড়া এদিন নবাবগঞ্জ সরকারি কলেজ গেইটের বিপরীতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যড.নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন,উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যড.ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য সান্ত্বনা হক সান্তা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সীমান্তবাংলা / ১৭ মার্চ ২০২২