শাজাহানপুরে থানা পুলিশের হাতে মাদক সম্রাট আবতাব হোসেন পেতার গ্রেফতার !!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২

 

স্টাফ রিপোর্টার বগুড়া ;

বগুড়ার শাজাহানপুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিখ্যাত মাদক সম্রাট আবতাব হোসেন পেতার (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ ৷

(১৫ মার্চ) সোয়া ১ টার দিকে থানার চৌকস পুলিশ অফিসার এস আই শামীম হাসান, এস আই মোহাম্মদ আলী , এস আই গোলাম রসূল ও সংগীয় ফোর্স নিয়ে সাজাপুর পন্ডিত পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ৷

গ্রেফতারকৃত আবতাব হোসেন পেতার উপজেলার সাজাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত জবেদ আলীর পুত্র ৷

থানা পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার অফিসার ইনচাৰ্জ আব্দুল্লাহ আল মামুন জানতে পারেন পেতার বিভিন্ন ভাবে মাদক ব্যবস্থা করে আসছে৷ থানা পুলিশের চৌকস পুলিশ অফিসারদের এ বিষয়ে সর্তক দৃষ্টি রাখতে বলে ৷ আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পেতার তার বসতবাড়িতে হেরোইন নিয়ে মাদকসেবীদের নিকট বিক্রয়ের জন্য অপেক্ষা করছে ৷থানার চৌকস পুলিশ অফিসার এস আই শামীম হাসানকে ঘটনার সত্যতা জানার নির্দেশ দিলে শামীম হাসান এবং সঙ্গীয় ফোর্স পেতারের নিজ বাড়িতে গিয়ে এলাকার উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তাকে ৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন ৷

উল্লেখ্য , পেতার সংবাদ সম্মেলনে করে মাদক ব্যবসা ছাড়ার কথা বলেও গোপনে সেও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসা করে আসছিলো ৷ তার মেয়ে মাদক সম্রাজ্ঞী স্মার্ট মৌসুমী , তার অপর মেয়ের জামাই মোহাম্মদ আলী এবং তার স্ত্রীর নামেও একাধিক মাদক মামলা রয়েছে ৷

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷ তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে ৷

তিনি আরোও জানান, মাদকমুক্ত শাজাহানপুর গড়তে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ৷

সীমান্তবাংলা / ১৫ মার্চ ২০২২