গবেষণায় সহায়তা দিতে আগ্রহী গ্রামীণফোন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : টেলিকম খাতের প্রতিষ্ঠান গ্রামীণফোন উচ্চশিক্ষায় গবেষণা খাতে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের গভর্নমেন্ট অ্যাকাউন্টস বিজনেসের পরিচালক নুরুল ফেরদৌস মুসান্নার নেতৃত্বে দুই সদেস্যের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

এসময় ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, যুগ্ম সচিব জাফর আহমদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলমগীর বলেন, সরকার গুণগত উচ্চশিক্ষায় নজর দিয়েছে। উন্নত জাতি গঠন ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে উচ্চশিক্ষায় গবেষণা খাতে বিনিয়োগের বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে গ্রামীণফোনসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠনসমূহের গবেষণায় সহায়তা প্রদানে এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ।

সভায় ইউজিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রামীণফোন স্পেশাল প্যাকেজ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

১৫ ফেব্রুয়ারি/এডমিন/ইবনে

 

সংবাদটি শেয়ার করুন