কক্সবাজা‌রের ঈদগাঁওকে উপজেলা অনুমোদন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১

রেজাউল ক‌রিম ঈদগাহ : কক্সবাজারের ঈদগাঁওকে জেলার নবম উপজেলা হিসাবে অনুমোদন দি‌য়ে‌ছে সরকার। সোমবার ২৬ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৭ তম সভায় এ অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদের সভাকক্ষে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার এর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার কার্য তালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮ টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাঁওকে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল। অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশাসনিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন পেলো। এটি এখন দেশের ৪৯৩ তম উপজেলা হিসা‌বে প‌রি‌চি‌তি পা‌বে। সভা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। প্রশাস‌নিক কর্মকান্ড না থাকায় এলাকার লোকজনও সুফল ভোগ কর‌তে পার‌ছেনা, এজন্য সরকার ঈদগাঁও কে নতুন উপজেলা অনুমোদিত ঘোষনা ক‌রে‌ছে। সরকা‌র এ‌টি‌কে অনু‌মোদ‌নের পর এলাকায় সবংস্থ‌রের মানু‌ষের ম‌ধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।