কক্সবাজার বাজারঘাটা ১৪ টি ঔষধের ফার্মেসীকে৮ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : র‌্যাব-১৫, কক্সবাজার জেলার সদর থানাধীন বাজারঘাটা ও হোটেল মোটেল জোন এলাকায় র‌্যাব-১৫, কক্সবাজারের একটি আভিযানিক দল

র‌্যাবের আইন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমানের সহায়তায় বর্ণিত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়ের দায়ে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা মোতাবেক ১৪ টি ঔষধের ফার্মেসীকে সর্বমোট

৮,৮০,০০০ (আট লক্ষ আশি হাজার) টাকা যার মধ্যে ১। আশরাফ মেডিকোকে ৩০,০০০/-,

নিলুফা মেডিকোকে ২৫,০০০/-, মেসার্স নাফ মেডিকোকে ৭০,০০০/-, কক্সবাজার সার্জিক্যালকে ৩০,০০০/- , রামু প্লাস মেডিকোক ৫০,০০০/-, মেসার্স প্রেসক্রিপশনকে ২,০০,০০০/-, মেসার্স আর আর ফার্মেসীকে ৫০,০০০/-, রাদার্স মেডিকোকে ৫০,০০০/- (যার মামলা নং-৪০/২০২১) , পপুলার ফার্মেসীকে ৩০,০০০/- (যার মামলা নং-৪১/২০২১) , শাহাব ফার্মেসীকে ৫০,০০০/-, মায়ের স্বপ্ন মেডিকেল হলকে ৩৫,০০০/-, মেসার্স বৈশাখী ফার্মেসীকে ২০,০০০/-, সাফা মারওয়া মেডিকেল হলকে ৪০,০০০/-, বিএন ফার্মেসীকে
২,০০,০০০/- জরিমানা করে।

 

 

১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন