কক্সবাজারের রুমালিয়ার ছড়ায় ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী দু গ্রুপের গুলাগুলিতে নিহত -২

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১, ২০২১

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায় ইয়াবা কারবারী দুই গ্রুপে গুলাগুলিতে দুই ইয়াবা কারবারী সন্ত্রাসী নিহত হয়েছে। ৩১ মে ২০২১ সোমবার বিকেলে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা (সমিতি বাজার) সিকদার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মুজিবুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও বাঁচা মিয়া ঘোনা এলাকার নুরুল আলমের ছেলে রায়হানুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছরা সিকদার বাজার পাহাড়ি এলাকায় ইয়াবা কারবার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রায়হান গ্রুপ এবং আশু আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিলো। গতোকাল সোমবার সন্ধ্যায় রায়হান গ্রুপের ১৫/২০ জন সন্ত্রাসী সিকদার বাজারে আসলে আশু আলী গ্রুপের সন্ত্রাসীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পরে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে ঘঠনাস্থলে দুইজন নিহত হয়। খবর পেয়ে কক্সবাজার সদর থানার একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আশু আলী ও তারেক গ্রুপের সাথে ইয়াবা ভাগ বাটোয়ারা নিয়ে রায়হান ও শাহেদ গ্রুপের সাথে বনিবনা না হওয়ায় এই গুলাগুলির ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসী রায়হান ও শাহেদ ঘটনাস্থলেই নিহত হয়। এতে আরো ১০ জনের অধিক আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই দুই সন্ত্রাসী এলাকায় ইয়াবা কারবার ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। মানুষের জায়গা জমি অবৈধভাবে দখল করে বেচা বিক্রি করে টাকা হাতিয়ে নিত। খুন ধর্ষন চাঁদাবাজিসহ এমন কোন অপকর্ম নেই যা তারা করতোনা।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সংঘর্ষে নিহতদের একজন রায়হান গ্রুপের প্রধান রায়হান অপর জনের নাম সাহেদ বলে জানা গেছে। এছাড়া গোলাগুলির ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাসান নামে একজনের অবস্থা আশংকাজনক। নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্তবাংলা / ১ জুন ২০২১