কক্সবাজারের ইনানীতে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী নিহত।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক 

উখিয়া উপজেলার জালিয়াপালং মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে মেরিনড্রাইভ এলাকায় ইজিবাইক দুর্ঘটনায় ফ্রেশ কোম্পানির একজন পানি সরবরাহকারী যুবক নিহত হয়েছে। জানা যায়, রবিবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বোতলজাত পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রেশ কোম্পানির পানির বোতল ভর্তি ইজিবাইকটি দুর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় নিহত শামিম আহমেদ (২৫) পটুয়াখালী সদরের কড়িপাইকা এলাকার আলাউদ্দিনের মাঝির ছেলে।

নিহত শামিম টেকনাফের বাহারছড়া পুরানপাড়া রফিক নামক একজন পানি ব্যবসায়ীর এসআর হিসেবে বাহারছড়াসহ জালিয়াপালংয়ের বিভিন্ন জায়গায় দোকানের পানি সরবরাহের কাজ করত।

প্রত্যক্ষদর্শী শামসুল আলম মাঝি জানান, মেরিনড্রাইভে চলাচলকারী কোন গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটেনি, পরিবেশকের নিজস্ব পানি ভর্তি টমটমটি ওভার লোডের কারণে উলটে গিয়ে ঘটনাস্থলে মাথার মগজ বের হয়ে মারা যান শামিম। ঘটনার সময় নিহত যুবক টমটমের সামনে চালকের পাশে বসা ছিলো। টমটমের লোহার রড তার মাথায় ঢুকে এবং পিচঢালায় সড়কের সাথে চাপে পড়ে মূলত মারা যায় সে। ইনানী পুলিশ ফাঁড়ির এএসআই সাইদুল জানান, নিহতের পরিচয় পাওয়া গেছে তার পরিবারের সাথে যোগাযোগে করার চেষ্টা চলছে এবং লাশ পোস্টমর্টেম করার সেই প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।