উ‌খিয়া বাজা‌রে গণশৌচাগার সংক‌ট দুর্ভো‌গে সর্বসাধারণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৯, ২০২১

 

মোসলেহ উদ্দীনঃ
কক্সবাজার জেলার সবচেয়ে জনবহুল ব্যস্ততম বাজার হলো উ‌খিয়া দারোগা বাজার। উখিয়ার অধিকাংশ জনসাধারন এই বাজার থেকে বাজার সদাই করে। মাছ ও তরী তরকা‌রি থেকে শুরু সবকিছুই এই বাজারে পাওয়া যায় বলে এই বাজারে জনসমাগম ও থাকে চোখে পড়ার মতো।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এতো বিশাল বাজেটে ডাকা এই বাজারটিতে নেই একটিও গণশৌচাগার, নেই সুপেয় কোন পানির ব্যবস্থা। শৌচাগার না থাকায় দুর্ভো‌গে পোহাচ্ছে ক্রেতা বি‌ক্রেতা সহ দূর দুরান্ত থেকে আসা অসংখ্য ক্রেতা সাধারণ।
সম্প্রতি উপ‌জেলা প্রশাস‌নের সমন্ব‌য়ে এনজিও সংস্থা ব্র‍্যাক কর্তৃপক্ষ জনস্বাস্থ্যের দিক বিবেচনা করে নালা নর্দমা গু‌লো প‌রিস্কার রাখায় ক্রেতা বি‌ক্রেতারা খু‌শি, তবে দুর থে‌কে আসা ক্রেতা‌দের জন‌্য মলমূত্র ত্যাগের কোন শৌচাগার না থাকায় চরম দুর্ভোগ পােহাতে হচ্ছে।
এ ব‌্যাপা‌রে উপ‌জেলা প্রশাসন ও জনপ্রতি‌নি‌ধিদের দৃ‌ষ্টি আকর্ষণ কর‌ছেন এলাকাবাসী।

সীমান্তবাংলা/ শা ম/ ১৯ মার্চ ২০২১