উখিয়ায় ৩৩৩-এ কল ত্রাণ নিয়ে ছুটে যান ইউএনও!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত ,উখিয়া,কক্সবাজারঃ

লকডাউনে কর্মহীন উখিয়ার টাইপালং গ্রামের জাগির ফোন দেন জাতীয় জরুরি সেবা ৩৩৩- এ।

বৃহস্পতিবার বিকেলে জাগিরের ফোন পেয়ে তাঁর ঘরে খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।জাগিরের মা বৃদ্ধা আছিয়ার হাতে তুলে দেন তিনি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় লকডাউনে কর্মহীন মানুষদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা, যার আওতায় আজ লকডাউনের প্রথম দিনেও ৩ জনকে সহায়তা দেয়া হয়েছে “।সারাদিন অভুক্ত থাকার পর খাদ্য সহায়তা পেয়ে উচ্ছ্বসিত জাগিরের মা বৃদ্ধা আছিয়া জানান কৃতজ্ঞতা।

এসময় তিনি বলেন, “আল্লাহ ইউএনও সাহেব কে রহমত করুক, খাবার পেয়ে বেশি ভালো লাগছে সারাদিন না খেয়ে ছিলাম”।উখিয়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান,৩৩৩এ কল দেওয়া এখন পর্যন্ত প্রায় তিনশ জন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে।

প্রান্তিক মানুষের ডাকে সাড়া দেওয়ার এমন প্রশাসনিক উদ্যোগ কে স্বাগত জানিয়েছে উখিয়ার সচেতন মহল।

সীমান্তবাংলা / ২ জুলাই ২০২১