উখিয়ার হিজলিয়া খালের ভাঙ্গন অংশ পরিদর্শনে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া খালের ভাঙ্গন অংশ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।মঙ্গলবার(৩আগস্ট) সকালে হিজলিয়া খালের ভাঙ্গনে তলিয়ে যাওয়া অংশ দেখতে যান।

জানা গেছে,টানা বর্ষণে অসংখ্য গ্রাম প্লাবিত হয়। হিজলিয়া খালের কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙ্গনে বসতবাড়ির খালের মধ্যে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ব্যাপারে অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করতে যান।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান,খালের ভাঙ্গন পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ভাঙ্গনরোধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। ভাঙ্গনরোধে জিও ব্যাগ সহ বৃক্ষরোপণেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন,রেড ক্রিসেন্ট,স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন
উপস্থিত ছিলেন।

সীমান্তবাংলা / ৩ আগষ্ট ২০২১