ঈদ কেনাকাটার শেষ মুহূর্তেও জমে উঠেনি উখিয়ার মার্কেট গুলো

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২

আব্দুল লতিফ বাচ্চু:

উখিয়ার ঐতিহ্যবাহী সালাম মার্কেট জমজমাট এই ঈদ বাজারের শেষ মুহূর্তেও ক্রেতার জন্য হাহাকার করছে।ঈদের পসরা সাজিয়ে বসে আছে দোকানীরা নেই কোন ক্রেতা।

ক্রেতারা এখন কক্সবাজার শহর মুখী। উখিয়ার একরাম মার্কেট,জিএম শপিং কমপ্লেক্স, গরীবের ঈদ বাজার খ্যাত মুরগির বাজার মার্কেট সবখানে একই চিত্র।

নেই তেমন কোন ক্রেতা।আগে এক সময় যেখানে টিক এই সময়ে ক্রেতার ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না। এখনো উখিয়ার সেই মার্কেট গুলো ক্রেতার জন্য হাহাকার করছে।

অনেক ক্রেত সাধারণ সাথে কথা বলে জানা গেছে উখিয়ার মার্কেটগুলোতে একদিকে উচ্চমূল্য, অপরদিকে মানসম্মত পণ্য-সামগ্রী অভাব।

যার কারণে মানসম্মত ও পছন্দসই ঈদের পণ্য সামগ্রী ক্রয় করতে তারা কক্সবাজার মুখি হওয়া ছাড়া কোন উপায় নেই।

উল্লেখ্য যে,আজ থেকে আরো ১৫/২০ বছর আগে উখিয়ার ঐতিহ্যবাহী সালাম মার্কেট ছিল উখিয়ার ক্রেতাদের পছন্দসই একটি মার্কেট। সেই সময় উখিয়ার দুরদুরান্ত বিভিন্ন এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে লোকজন ভিড় জমাতো।

বর্তমানে সেই সালাম মার্কেটে ঈদ কেনাকাটার শেষ মুহূর্তেও ক্রেতার দেখা মিলছে না। এইবারে উত্ত মার্কেটের ব্যবসায়ীরা চরম লোকসানে পড়বে বলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানান।